প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে মেহেদী হাসান মিরাজের বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। এ ব্যাপারে খোঁজখবর নিতে শুরু হয়েছে।
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সেনসেশন মেহেদী হাসান মিরাজ তার পরিবারের সাথে ১৫ বছর ধরে সপরিবারে খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের কাশিপুরের হাইজিং স্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নম্বর প্লটের ছোট্ট একটি টিনের দোচালা ঘরে বসবাস করছেন। খুলনা মহানগরী থেকে প্রায় চার কিলোমিটার দূরে খুলনা-যশোর রোডের খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে খালিশপুর শিল্পাঞ্চলে যেতে কিছুদূর যেতে ডান হাতে ‘বরিশাল জেলা কল্যাণ সমিতির কার্যালয়ের পিছনে মিরাজদের টিনের দোচলা ভাড়া বাড়ি। এখানেই বাবা জালাল হোসেন, মা মিনারা বেগম ও ছোট বোন রুমানা আক্তার মিম্মাকে নিয়ে থাকেন মিরাজ।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান নয়াদিগন্তকে জানান, ‘ক্রিকেটার মিরাজকে বাড়ি করে দেয়ার জন্য তিনি বুধবার দুপুরে টেলিফোনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মৌখিক নির্দেশনা পেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ-খবর নেয়াও শুরু হয়েছে। তবে লিখিত নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে খেলাধুলার প্রতি তরুণ সমাজ আরো বেশি উজ্জীবিত হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন হবে আরো সমৃদ্ধ।
এদিকে খুলনায় নিজ বাড়িতে দু’দিন কাটিয়ে গতকাল বুধবার সকাল ৬টায় মা মিনারা বেগমের কাছ থেকে দোয়া চেয়ে ঢাকার পথে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে যশোরে মাইক্রোবাসে এগিয়ে দিয়ে আসেন পিতা জালাল হোসেন, বোন রুমানা আক্তার মিম্মা ও তার এক মামা। পরে ফাস্ট ফ্লাইটে ইউএসবাংলা এয়ার লাইন্সে তিনি ঢাকায় যান।