সিংড়ায় পাখি ব্যবসায়ীকে কারাদণ্ড

0
1241
Print Friendly, PDF & Email

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় পাখি ক্রয়-বিক্রয়ের অপরাধে রতন আলী (৪২) নামের এক পেশাদার পাখি ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার সকাল ৯টায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে টিয়া পাখি ক্রয়-বিক্রয়ের সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিল অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার সময় মাছ খাওয়ার লোভে বক, বালিহাস সহ বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম ঘটে চলনবিলাঞ্চলে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু পাখি শিকারী ও ব্যবসায়ীরা পাখি শিকার ও ক্রয়-বিক্রয়ে মেতে উঠে। সোমবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া পৌর শহরের মুরগী হাটি বাজারে পাখি ক্রয়-বিক্রয়ের সময় নন্দীগ্রাম এলাকার আব্দুল গফ্ফারের ছেলে রতন আলীকে আটক করে।
পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আটক ওই ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জনসমক্ষে পাখি দু’টিকে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মোহসিন আলম প্রমুখ।

শেয়ার করুন