ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার হার ৯ দশমিক ৮৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলে দেখা যায়, ৭ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী পাস করেছেন।
পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৯ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। ২৮ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৭৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী।
পরীক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।