প্রথম ভোটে ছিটবাসীরা

0
832
Print Friendly, PDF & Email

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের নাগরিক হওয়া বিলুপ্ত ছিটমহলবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোট দিতে যাচ্ছেন।

RELATED STORIES
বিলুপ্ত ছিটমহলে এবার ভোটের আয়োজন
বাগমারায় ১৬ ইউপির ভোট সোমবার, ১১৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
স্থগিত ৩৪৬ কেন্দ্রে পুনঃভোটের তারিখ
৮৩ ইউপিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শুক্রবার
শেষ ধাপেও সংঘাত-রক্তপাত
বিএনপির অর্ধ কোটি বেশি ভোট আওয়ামী লীগের বিদ্রোহীদের
২২ ইউপিতে ভোট ১২ নভেম্বর
অনিয়মের কারণে স্থগিত কেন্দ্র, শূন্য পদে উপ নির্বাচন এবং সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট-এসবের সঙ্গে বিলুপ্ত ছিটমহল দেশের অন্তত পৌনে চারশ ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে ভোট হতে যাচ্ছে সোমবার। এগুলোর মধ্যে অর্ধ শতাধিক ইউপিতে সাধারণ নির্বাচন হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে বলে জানান ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন তফসিলে ভোট এবং নানা জটিলতায় স্থগিত কেন্দ্রে পুনঃভোটসহ কয়েকটি ক্যাটাগরির নির্বাচন সোমবার হচ্ছে। ২২টি বিলুপ্ত ছিটমহলেও এ দফায় ভোট রয়েছে।”

বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো ভোটকে ‘মাইলফলক’ বলছেন ইসি সচিব মুহাম্মদ আবদুল্লাহ।

নির্বাচনের জন্য এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো এবং আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান তিনি।

গত বছর বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারতের সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নানা বঞ্চনার অবসান হয় ছিটবাসীদের। বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূ খণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এদেশের নাগরিকত্ব।

গত মার্চ-জুনে শেষ হওয়া ছয় ধাপের ইউপি নির্বাচনের পর এসব ইউপিতে ভোট হচ্ছে। ভোটে প্রভাব খাটানোয় রাজশাহীর বাগমারা উপজেলার স্থগিত সব ইউপিও এর মধ্যে রয়েছে।

এক ডজনের মতো ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

এসব ইউপি হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পূর্ব ও উত্তর, জয়পুরহাট সদরের ভাদসা, শরীয়তপুরের ভেদরগঞ্জের নারায়ণপুর, ভোলা সদরের ভেলুমিয়া, বরিশালের হিজলার গৌরবদী, ঝিনাইদহের কালীগঞ্জের শিমলা-রোকনপুর, ফেনীর পরশুরামের সব ইউপি, ফুলগাজীর দুটি ইউপি ও মানিকগঞ্জ সদরের গড়পাড়া।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, চেয়াম্যানসহ বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিয়ে ভোটের জন্য সব পদের ব্যালট পেপার রোববার সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, “ইতোমধ্যে প্রার্থীরা সব ধরনের প্রচার-প্রচারণা শেষ করেছে। এখন ভোটের অপেক্ষা। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ নজরও থাকছে ইসি সচিবালয়ের।”

ইসি কর্মকর্তারা জানান, এই নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাড়ে তিনশ’ স্থগিত কেন্দ্রের ২০২টি ইউপি, সমঃভোট প্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, মামলা ও বিভিন্ন কারণে স্থগিত ৩০টি ইউপি, আগে তফসিল করে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং বিভিন্ন সময়ে ৬৯টির শূন্য পদে ভোটের তারিখ ঘোষণা করে ইসি।

পরবর্তীতে আদালতের আদেশ ও নানা জটিলতায় এ তালিকা থেকেও একডজন ইউপি বাদ পড়ে।

শেয়ার করুন