আওয়ামী লীগের মধ্যে আবর্জনা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ আবর্জনা পরিষ্কার করতে হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা হবে। সরকারের পাশাপাশি দলকেও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক। তিনি জানান, দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনে উপলক্ষে দলের ভেতর যাচাই-বাছাই করা হবে।
ওবায়দুল কাদের বলেন, দলে যেসব আবর্জনা বা হাইব্রিড লোকজন আছে তারা যেন দলের ত্যাগী নেতাদের কোণঠাসা করতে না পারে এ জন্যই দলকে আবর্জনামুক্ত করতে হবে।
আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সামনে যাঁরা দলের মনোনয়ন পাবেন দলের প্রতি তাদের ত্যাগ, ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী করা হবে বলেও উল্লেখ করেন তিনি।