আসন্ন নির্বাচন বাতিল করে আমাকে বিজয়ী ঘোষণা করা উচিত- এমনই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, ‘এ মুহূর্তে আমি ভাবছি, কেনই-বা নির্বাচন হচ্ছে! নির্বাচন বাতিল করে আমাকে বিজয়ী ঘোষণা করলেই হয়।’
হিলারির নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তার নীতি খুবই খারাপ।’
ট্রাম্প এটিকে ‘কারচুপির’ নির্বাচন বলে মন্তব্য করেছেন। বলেছেন, মিডিয়া ও কিছু রাজনীতিবিদ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি তার সাপোর্টারদের সতর্ক করে বলেছেন, ভোটারদের সাথে প্রতারণা করে তার প্রেসিডেন্ট হওয়ার পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। তার জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।