পাকিস্তানের তথ্যমন্ত্রীর পদত্যাগ

0
363
Print Friendly, PDF & Email

সরকারের নির্দেশে পদত্যাগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়।
উচ্চ পর্যায়ের একটি গোপন বৈঠকের খবর সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ৭ অক্টোবর দেশটির ইংরেজী দৈনিক দ্য ডন-এ প্রকাশিত একটি খবরের সূত্র ধরে পারভেজ রশিদকে পদত্যাগের নির্দেশ দেয় সরকার। কারণ হিসেবে ‘তদন্তের সুবিধার্থে’ উল্লেখ করেছে পাক প্রধানমন্ত্রীর দফতর।
দ্য ডনের ওই রিপোর্টের শিরোনাম ছিল ‘মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একঘরে হতে হবে: সামরিক বাহিনীর প্রতি রাজনীতিকরা’। রিপোর্টে বলা হয়, একটি উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে সরকারের বেসামরিক কর্মকর্তারা সেনা কর্মকর্তাদের কাছে দ্রুত মিলিশিয়া গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তা করতে ব্যর্থ হলে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
গোপন ওই বৈঠকের খবর সংবাদ মাধ্যম কিভাবে পেল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানের নেতৃত্বে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে তথ্যমন্ত্রীর নাম আসার পর পুরোপুরি তদন্ত স্বাধীনভাবে শেষ হওয়ার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহত দেয়া হয়।

শেয়ার করুন