জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে, বিশ্বব্যাংকের ঘোষিত ২শ’ কোটি ডলার ঋণ না নেয়ার আহবান জানিয়েছেন, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেশ কয়েকটি সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনে, এ আহ্বান জানান তিনি।
কারণ হিসেবে তিনি বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া বাংলাদেশের অধিকার। সেখানে বিশ্বব্যাংকের কাছ থেকে সুদের বিনিময়ে এই খাতে ঋণ নেয়ার কোনো যৌক্তিকতা নেই। আগামী ৭ নভেম্বর মরোক্কোয় হতে যাওয়া জলবায়ু সম্মেলনে, এ বিষয়ে বাংলাদেশের ন্যায্য পাওনার বিষয়টি, বিশ্ব দরবারের সুনির্দিষ্টভাবে তুলে ধরার আহবান জানান ইফতেখারুজ্জামান।