ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় মিলন নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
নিহত মিলনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ফুলতাকান্দি গ্রামে। তাঁর লাশ উদ্ধার করে বাবা ওয়াহেদ আলীর কাছে হস্তান্তর করেছে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ। একই সঙ্গে ওই প্রাইভেটকারসহ ফয়সাল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, আজ সকালে সিলেট থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছিল প্রাইভেটকারটি। এটি আশুগঞ্জ গোলচত্বরসংলগ্ন চিশতী ফিলিং স্টেশন অতিক্রম করার সময় পেছন দিক থেকে মিলনকে চাপা দেয়। এতে মিলন ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরো জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে রওশন আরা জলিল উচ্চবিদ্যালয়ের মার্কেটের একটি দোকানে ওঠে যায়। এতে দোকানের শাটার ভেঙে দুমড়েমুচড়ে যায়।
পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে বনেট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।