চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত, আহত ২

0
27184
Print Friendly, PDF & Email

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। এ ঘটনায় পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ ডাকাতির মালামাল উদ্ধার করেছে র‌্যাব।

জানা যায়, ফেনী থেকে চট্টগ্রামে আসার পথে রাত আড়াউটার দিকে উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির কমলদহ বাইপাস এলাকায় সাধারণ যাত্রী মনে করে র‌্যাবের উপর হামলা করে ডাকাতরা। এ সময় র‌্যাবের গাড়িকে ব্যারিকেড দিয়ে গুলি করে চাকা পাংচার করে দেয় তারা।

অবস্থা বেগতিক দেখে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে তিন ডাকাত সদস্য ও দুই র‌্যাব সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থকে পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গানসহ ডাকাতি করা বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন