৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল বলে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেছেন সাবেক রাস্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এমতাবস্থায় বর্তমানে একটি সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি দরকার বলে তিনি মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
“আর নয় ২৮ অক্টোবর নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবী” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে চলবে না। তার এ কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার এ স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই।
সুষ্ঠু নির্বাচন করতে সবার সাথে আলোচনায় বসতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ। এ ক্ষেত্রে আমাদের প্রধান কাজ সাহসী এবং ন্যায়বান এবং সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, সাংঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ।