টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭

0
1005
Print Friendly, PDF & Email

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া গুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাইপাস গুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসাইল থানার এ এস আই মো. বাদল মিয়া জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস করটিয়া গুল্লা বাইপাস এলাকায় এলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ আহত হয় সাতজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন