সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘আমরা যারা মন্ত্রী, তাদের বেশি ভাষণ না দিয়ে, বেশি বেশি অ্যাকশনে যাওয়া উচিত। কারণ মন্ত্রীদের এ্যাকশন জনগন দেখতে চায়।’’
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুরে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে অল-ওয়েদার মহাসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে এ সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের এসময় বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। হাওরের তিন উপজেলার অল-ওয়েদার রোডের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে এসব উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।