ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিছিল করাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ মোল্যা (৪০) নামে আহত এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
শুক্রবার বিকেল ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শহীদ মোল্যা জয়নগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জয়নগর ইউনিয়নের চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় শহীদ মোল্যাসহ চার জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন চৌধুরীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল বের করে। এ সময় জয়নগর ইউনিয়নের বিএনপি নেতা আনছার জমাদ্দার ও পিরু শেখ মিছিল করতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সকালে নৌকা প্রতীকের সমর্থকরা জয়নগর চরের জমিতে কাজ করতে গেলে আনছার জমাদ্দার ও পিরু শেখের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা শহীদ মোল্যা ও আওয়ামী লীগ নেতা মনিরুল শেখের হাত-পায়ের রগ কেটে দেয়। এছাড়া মনিরুল (২৯) ও সোহেলসহ আরও ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় শহীদ মোল্যা, মনিরুল শেখ, কিবরিয়া ও সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মোল্যা মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক নিহতের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।