সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

0
429
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল জানান, সকালে শিমুলতলা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান।

এসময় আহত হন হেলপার ও যাত্রীসহ চারজন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দুইজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে যানজট কমিয়ে আনে।

শেয়ার করুন