বিদেশ থেকে ১৫ মিলিয়ন ডলার আয় হচ্ছে

0
1160
Print Friendly, PDF & Email

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মাধ্যমে বিদেশ থেকে প্রতি বছর ১৫ বিলিয়ন ডলার আয় হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো জনশক্তি। প্রায় এক কোটি জনশক্তি দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মাধ্যমে বিদেশ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় হচ্ছে। দেশের অর্থনীতির ভিত এখন আরো শক্তিশালী।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের পর্যটন পার্কের পাশে পেট্রোবাংলা এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন আমাদের আর বিদেশের কাছে হাত পাততে হয় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রেমিট্যান্স বাড়ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বেকারত্ব দূর হচ্ছে। ঘরে বসে ডলার আসছে। যা ডিজিটাল বাংলাদেশের সাফল্যের একটি বড় উদাহরণ।

তিনি বলেন, ইকবাল-আজাদ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে চলনবিল এলাকার মানুষের দৌঁড়গড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। মেধাবী ছেলে-মেয়েদের জন্য এই মেডিকেল কলেজ হবে মাইলফলক। চলনবিল এলাকার সন্তানরা ডাক্তার হবে, স্বল্পমূল্য সেবা দেবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সিংড়া উপজেলায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ও ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে দুই হাজার যুবকের বেকারত্ব দূর করা হয়েছে। উপজেলায় দুইটি হেলথ ইনস্টিটিউট, দুইটি অনার্স কলেজ প্রতিষ্ঠা করা করেছে। টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলছে। চলনবিলের মানুষ আর কারো কাছে হাত পাতবে না।

ইমপ্যাক্ট সিকিউরিটি ইন্টারন্যাশনাল কানাডা ও এলকে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্রিটিশ ইনভেস্টমেন্টের সিইও মাইকেল বেরী, ব্রিটিশ ইনভেস্টর মি. মেইয়ার, কনস্যাল্ট্যান্ট ড. এম এন ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকিব প্রমুখ।

ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, চলনবিল এলাকার শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং তৃণমূলের মানুষের চিকিৎসা সেবার লক্ষে এটি স্থাপিত হচ্ছে।

বাংলাদেশ ও কানাডার যৌথ প্রচেষ্টায় এটি বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন