গাজীপুরে তুলার গুদামে আগুন

0
850
Print Friendly, PDF & Email

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে চন্দ্রা এলাকায় একটি চারতলা ভবনের দোতলায় উজ্জ্বল হোসেনের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত দেড়টার দিকে চন্দ্রা এলাকায় একটি চারতলা ভবনের দোতলায় উজ্জ্বল হোসেনের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন।

শেয়ার করুন