নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার খ্রিস্টান দম্পত্তির ওপর হামলার ঘটনায় আরো ২ জন আটক করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ সন্দেহভাজন ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শুক্রবার বিকেলে বনপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বনপাড়া পৌর শহরের কালিকাপুর ও আশে পাশের এলাকা থেকে সন্দেহভাজন ইউনুস কবিরাজ (৩১), উজ্জ্বল রুবেল পাঠান (২৪), লিটন (৩০), বাচ্চু কসাই (৩৮), সাজাহান (৫৫), নাজমুল (৫০), বাবু (৩০) ও জিয়াকে (৩০) আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার রাতে এলাকার ৫/৬ জন গাব্রিয়েল কস্তার (৭১) বাড়িতে গিয়ে ভাত খেতে চায়। এ সময় তারা গাব্রিয়েল কস্তা ও তার স্ত্রী বীণা পিরিছের (৬৫) ওপর হামলা করে নগদ ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তারা উভয়েই বর্তমানে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।