ঝিনাইদহে বাস খাদে পড়ে একজন নিহত

0
928
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ সদরে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত সাতজন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার এসআই ইসমাইল হোসেন জানান। নিহত লিয়াকত হোসেন ( ৪২ ) শৈলকূপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর মালিতার ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এসআই ইসমাইল জানান। তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় নগরবাথান বাজারের কাছাকাছি এসে ‘ঝংকার পরিবহনের’ বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লিয়াকত নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন