পাবনায় গণপিটুনিতে তিনজন নিহত

0
409
Print Friendly, PDF & Email

পাবনার সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি চতুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কাশেম জানান, স্থানীয় মানুষের অভিযোগ, ঘটনার সময় চতুরহাট বাঁধের ওপর সাদা মাইক্রোবাস নিয়ে একটি শিশুকে অপহরণের চেষ্টা করছিল অপহরণকারী চক্র। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয় জনতা ৩ জনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে প্রথমে সাঁথিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু হাটবার থাকায় বিপুলসংখ্যক জনতা তাদের ঢুকতে বাধা দেয়।
পরে বেড়া, আমিনপুর থানার অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সাঁথিয়া ও বেড়া উপজেলায় কয়েকটি অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছিল স্থানীয়দের মধ্যে। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন অভিভাবক ও এলাকাবাসী। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণপিটুনি। এদিকে গণপিটুনিতে নিহত ৩ জনের মধ্যে পুলিশ ২ জনের পরিচয় পেয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপার লিটন কুমার দাস জানান, নিহত ২ জন হলেন দিনাজপুর জেলা সদরের আসলাম উদ্দিন (৩৭) ও নাটোরের আলাউদ্দিন ওরফে আলম মেম্বার (৪২)। তারা পরস্পরের আত্মীয় এবং পেশায় গরু ব্যবসায়ী। তাদের পরিবারের লোকজন আসলে এই হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন