গাজীপুরের কাপাসিয়ায় তিন বাড়িতে ডাকাতির ঘটনার পর ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
নিহত শামীম (৩৮) ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন পাচা হাজার এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।
তার বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া, কালিগঞ্জ ও ময়মনসিংহের পাগলা থানায় ডাকাতি ও সন্ত্রাসের ১৮টি মামলা রয়েছে বলে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।