ঢাকায় হোটেলে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

0
684
Print Friendly, PDF & Email

রাজধানীর মগবাজারের একটি হোটেলে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

ওই ব্যক্তির নাম জগদীশ (৪০)। তিনি নীলফামারী থেকে এসেছেন বলে পুলিশ জানতে পেরেছে।

সোমবার সন্ধ্যার পর মগবাজার রেল গেইট এলাকা থেকে কয়েকজন পুলিশ সদস্য জগদীশকে একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠায় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

সন্ধ্যার পর দুই যুবক হোটেলে ঢুকে জগদীশকে কুপিয়ে চলে যায় বলে পুলিশ জানিয়েছে। তবে কী কারণে তার উপর হামলা হয়েছে, তা জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তার সঙ্গে কথা বলা যাচ্ছে না।”

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারী থেকে এসে ওই ব্যক্তি মগবাজারের হোটেল পরবাসে উঠেছিলেন।

ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি বলে তিনি জানান।

শেয়ার করুন