কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।
রোববার বেলা ১২ টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক সাদেকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নুরুল হকের ছেলে হৃদয় মনিকে (৬) অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় শিশুটিকে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি জানান, ওই বছরের ৫ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা নুরুল হক বাদি হয়ে পরদিন কক্সবাজার সদর থানায় মামলা করেন।
এতে আসামি করা হয় উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমারের নাগরিক মৃত মোঃ শফির ছেলে আবদুল খালেক, ওই এলাকায় বসবাসকারী চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাদামতলী কাঞ্চন নগর এলাকার সিরাজ মিয়ার পুত্র বাহাদুর মিয়া, উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমারের নাগরিক মৃত গোলাম বারীর ছেলে আবদুস শুক্কুর, ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী কালুফকির পাড়ার জসীম উদ্দীনকে।
মামলার দীর্ঘ প্রক্রিয়া ও শুনানি শেষে রোববার আদালত এ মামলার আসামি আবদুল খালেক, বাহাদুর মিয়া ও আবদুস শুক্কুরকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে জসীমকে খালাস দেওয়া হয়।