দুই দিনের সরকারি সফর শেষে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার রাত পৌনে ৯টার দিকে ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমান ‘রাজদূত’ নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমাবন্দরে নরেন্দ্র মোদিকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রী পরিষদ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
প্রথমবারের মতো সফরে শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। অবতরণের প্রায় ১৫ মিনিট পর বিমান থেকে বেরিয়ে আসেন হাস্যোজ্জ্বল মোদি। এ সময় তার সম্মানে ১৯ বার তোপধ্বনি করা হয়।
পরে দুইদিনের সফরে ব্যস্ত সময় পার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘নতুন দিগন্তের উন্মোচন’ হল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে বাংলাদেশকে সাথে নিয়ে চলার অঙ্গীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।