ভারতের শিলংয়ে উদ্ধার হওয়া, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদেরকে দেখতে যেতে, ভিসার অপেক্ষায় রয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
সকালে নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, এজন্য সহযোগিতা চেয়েছেন সরকার ও ভারতীয় হাইকমিশনের। এদিকে, রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সালাহ উদ্দিন এতদিন আত্নগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
নিখোঁজের ৬৩ দিনের মাথায় মঙ্গলবার খোঁজ মেলে, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের। তার স্ত্রী হাসিনা আহমেদ জানান, ভারতের মেঘালয়ের একটি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্বামীর খোঁজ পান তিনি। পরে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে তাকে গ্রেফতারের খবর দেয়। মামলা হয়, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে।
এমন বাস্তবতায় ভারতে গিয়ে স্বামী সালাহ উদ্দিন আহমেদের সাথে দেখা করার, বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছেন স্ত্রী হাসিনা আহমেদ।
এক্ষেত্রে সরকারের পাশাপাশি দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য ভারতীয় দূতাবাসের সহায়তা চাইলেন হাসিনা আহমেদ। জানান, ভারতে গিয়ে বাস্তব অবস্থার প্রেক্ষিতে নেয়া হবে পরবর্তী পদক্ষেপ।
তবে সরকারের সহায়তা চাইলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, মামলার আইনি প্রক্রিয়া শেষ না করে, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
সরকার এ বিষয়ে আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।