বিএনপি ভিক্ষুকের জাতি বানাতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

0
158
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার বিদেশি সাহায্য লাভের আশায় দেশের মানুষকে ভিক্ষুক বানাতে চেয়েছিল। তাদের দর্শন ছিল- দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি সাহায্য পাওয়া যায় না। আমরা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালিত হবে। এরমধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই।
 
প্রধানমন্ত্রী বলেন, ভিক্ষার ঝুলি নিয়ে না, মাথা উঁচু করে আমরা বিশ্বদরবারে মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। মাথা উঁচু করে চলবো। বাংলাদেশ তা পারে, পারবে।
 
শনিবার সকালে গাজীপুর মহানগরের সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। গ্রামগঞ্জে তা পৌঁছে গেছে। স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি। শিক্ষাব্যবস্থা আমরা বাস্তবধর্মী করেছি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহ্বুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বশেমুরকৃবি সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, সাংসদ আবদুল মান্নান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
 
এর আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভবন, ছাত্রবাস ও মিলনায়তনসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নামফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন