গাজীপুর সিটি মেয়র মান্নান ফের রিমান্ডে

0
937
Print Friendly, PDF & Email

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে ফের একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গাড়ি ভাংচুর ও পোড়ানো মামলায় বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক বেগম মোসা. রেহেনা আক্তার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেয়র মান্নানকে দু’দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন গাজীপুরের আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে অ্যাম্বুলেন্সে করে মেয়র মান্নানকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির করা হয়। এ সময় অ্যাম্বুলেন্স থেকে কয়েকজন পুলিশ সদস্য তাকে ধরাধরি করে নামিয়ে আদালত কক্ষে নিয়ে যান। মামলার শুনানি শেষে বেলা ১টার দিকে পুনরায় অ্যাম্বুলেন্সে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এমএ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক বেগম মোসা. রেহেনা আক্তার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স বলেন, পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এমএ মান্নানকে আদালতে হাজির করেন। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরও ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনায় এমএ ফরিদ নামে একজনের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আগামী ১২ মে চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
মেয়র মান্নানের অপর আইনজীবী ডক্টর মো. সহিদজ্জামান জানান, এর আগে মেয়র মান্নানকে ৪ ফেব্র“য়ারি রাতে নলজানি এলাকায় বাসে পেট্রলবোমায় অগ্নিসংযোগের ঘটনার মামলায় ১২ ফেব্র“য়ারি ২ দিনের এবং কালিয়াকৈর থানায় বাসে অগ্নিসংযোগ ও বাসের হেলপার নিহতের ঘটনার মালায় ৬ এপ্রিল আরও ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

শেয়ার করুন