হাসিনার উপদেষ্টার অভিযোগ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বিশৃঙ্খল সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের আনা অভিযোগের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, তা জানতে চান প্রশ্নকর্তা সাংবাদিক। জবাবে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র জেফ রাথকে জানান, মন্তব্যগুলো তিনি এখনও দেখেন নি। বিষয়টি যাচাই করে তিনি মতামত ব্যক্ত করবেন। এখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ের বাংলাদেশ অংশটুকু তুলে ধরা হলো :
প্রশ্ন: আমি বাংলাদেশ ইস্যুতে কথা বলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম সম্প্রতি বাংলাদেশে সিটি করপোরেশন নির্বাচনে বিশৃঙ্খলার জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে দায়ী করেছেন।
উত্তর: কিসের জন্য? দুঃখিত, আমি শুনতে পাই নি। কিসের জন্য?
প্রশ্ন: বাংলাদেশের সাম্প্রতিক তিনটি সিটি নির্বাচনের জন্য।
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করেছেন। তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরকেও দায়ী করেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
উত্তর: আমি মন্তব্যগুলো দেখি নি। সানন্দের সঙ্গে আমি বিষয়টি যাচাই করে দেখবো এবং এ ব্যাপারে মতামত নিয়েই আপনার কাছে ফিরবো।
প্রশ্ন: ধন্যবাদ।
উত্তর: আমি এগুলো দেখি নি। তাই কোন প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে বিষয়গুলো প্রথমে আমি দেখতে চাই।