ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপালে চাল পাঠানো শুরু
ঢাকা: পঞ্চগড় জেলা খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চাল পাঠানো শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১০হাজার মেট্রিক টন চালের মধ্যে এ পর্যন্ত ১৩শ ৭৫ মেট্রিকটন চাল ও ২ হাজার ৫ শ বোতলজাত বিশুদ্ধ খাবার পানি পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২য় দফায় নেপালে পাঠানো ত্রানসামগ্রীর গুনগতমান নিশ্চিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
নেপালে দুর্গতদের জন্য ত্রান হিসেবে গত রাতে প্রথম দফায় ১২টি ট্রাকে ৩’শ ৭৫ মেট্রিক টন চাল বাংলাবান্দা স্থলবন্দর থেকে নেপালের কাকড় ভিটা বন্দরের উদ্যেশে রওনা হয়। আর পঞ্চগড় জেলা খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করে ২য় দফায় ৪৩টি ট্রাকে ১ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়।
উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষে ত্রান পাঠানো কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং এবং গুনগত মান নিশ্চিত করা হচ্ছে।
পঞ্চগড় প্রশাসন নেপালের কাকড় ভিটা পর্যন্ত ত্রান পৌছে দিচ্ছে। আর সেখানে থেকে দূর্গত এলাকায় ত্রান নেয়া হচ্ছে নেপাল প্রশাসনের তত্ত্বাধানে।