পাবনার ফরিদপুর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম ইসলাম প্রামাণিক (৬০)। তিনি দক্ষিণ রাউদনাগদহ পাড়ার মৃত জামালের ছেলে।
বুধবার রাত ১১ টার দিকে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মিলন নামে (২৯) এক যুবককে আটক করেছে পুলিশ।