দৈনিক রুপসী বাংলা নিউজ’ এর জেলা প্রতিনিধি নির্যাতিত!

0
881
Print Friendly, PDF & Email

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাহেবের ঘাটের উপর দিয়ে নির্মিত ২য় মহানন্দা সেতুটি সম্পন্ন না হলেও কতিপয় প্রতাপশালী স্থানীয় যুবক অবৈধভাবে ভারী মালমাহী গাড়ীসহ বিভিন্ন যানবহন হইতে গোপনে টোল আদায় করে পারাপার করছে। এই সংবাদ সংগ্রহ করতে গেলে মো. নাসিরল ইসলাম, দৈনিক রুপসী বাংলা নিউজ’ এর জেলা প্রতিনিধি কে মার-ধর করে মোবাইল ফোন ও ক্যামের কেড়ে নেই। ঘটনাটি ১১ এপ্রিল রাত ৯টায় ঘটলে ব্যাথিত সাংবাদিক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন। আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতিসত্তর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।      

মো. নাসিরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শেয়ার করুন