ফেনীতে নিজ দলের কর্মীর গুলিতে নিহত হয়েছেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম (২৩)।
শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের গো-হাডুয়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাইফুলের পথ গতিরোধ করে অপর যুবলীগ নেতা আনোয়ার হোসেনের ভাই ও তার সমর্থকরা। সাইফুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও লোকমান হোসেনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। নিহত সাইফুল লোকমান সমর্থক বলে জানা গেছে।