চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মনজুর আলমকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটস্থ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ২০ দলীয় জোটের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ সময় যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান , মোহাম্মদ মনজুর আলম ২০ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী। তাকে জয়ী করতে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। সরকারী দলের মন্ত্রী এমপিরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘন করে চলছেন কিন্তু ইসি কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা এখনো বুঝতে পারছিনা ইসি আদৌ লেবেল ফ্লেয়িং ফিল্ড তৈরী করবে কিনা।
বিএনপির কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান চট্টগ্রামে ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে পুলিশী হয়রানী করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেন।
মহানগর জাতীয় পাটির আহ্বায়ক আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন মহানগর ২০ দলীয় জোট নেতৃবৃন্দ যথাক্রমে ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবদুর রহমান, জাতীয় পার্টির নুর মোহাম্মদ খান, কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াছ, এল.ডি.পি’র দোস্ত মোহাম্মদ, আলী আকবর, লেবার পার্টির মুজিবুর রহমান, এনপিপির আনোয়ার সাদেক, জাগপার আবু মোহাম্মদ আনাস, ন্যাপ নেতা ওসমান গণি শিকদার, খেলাপতি মজলিশের খোরশেদ আলম, লেবার পার্টির নুরুল আবছার, মুসলিম লীগ নেতা আবদুল আজিজ, ন্যাপ ভাসানী নেতা শিবু বড়–য়া, হেফাজত ইসলামী নেতা মাওলানা মাহমুদ প্রমুখ।