দিনাজপুরে অবরোধ-হরতালের সমর্থনে বিক্ষোভ করার সময় একটি কাভার্ডভ্যান ও তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর শহরের মালদহপট্টি ও বিকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় পৃথক এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় কাভার্ডভ্যান চালক আবু রায়হান আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় মালদহপট্টিতে ছাত্রদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। তারা তিনটি ইজিবাইক ভাঙচুর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।