তুলার গোডাউনে আগুন

0
823
Print Friendly, PDF & Email

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে তিনঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে মিলগেট এলাকার মো. সফিকুল ইসলামের তুলার গোডাউনে আগুন লাগে।

পরে তা পাশের আরো দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় পৌনে তিনঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভায়। আগুনে তিনটি গোডাউনের প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন