চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ফুলকুঁড়ি স্কুলের পাশে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার।

0
382
Print Friendly, PDF & Email

আরিফ(২৫), পিতা-রমজান আলি, গ্রাম-রেহাইচর নামের নবাবগঞ্জ সিটি কলেজের ১ম বর্ষের ছাত্র আজ ১২-০৩-২০১৫ইং সকাল ৮.৩০ মিঃ কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। তার বড় ভাই বলেন ১০টার দিকে খবর পাই, আমার ভায়ের  গলাকাটা লাশ স্কুলের পিছনে পড়ে আছে। পরে এস আই মনিরের ইনচার্জে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় লাশটি নিয়ে আশা হয়। হাত-পা সহ সারা শরীরে ১০ ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে।

শেয়ার করুন