অধিনায়ক হয়ে ২০০তম ম্যাচে এ্যাডওয়ার্ডস

0
118
Print Friendly, PDF & Email

অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক চার্লস এ্যাডওয়ার্ডস। মঙ্গলবার লিংকনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে অধিনায়ক হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গেই পূর্ন হয় নারী ক্রিকেটে দলকে নেতৃত্ব দেয়ার এই বিরল কীর্তির।

তার নেতৃত্বে এ দিন নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় ইংলিশরা।

৩৫ বছর বয়সী এ্যাডওয়ার্ডস ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট, ১০৯টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এ্যাডওয়ার্ডসের। সেই থেকে ইংল্যান্ডের জার্সি গায়ে ২৯০টি ম্যাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার। যার মধ্যে ২২টি টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ৮৫ টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

এ্যাডওয়ার্ডসের নেতৃত্বে ২০০৯ সালের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ২০১৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

শেয়ার করুন