গাইবান্ধায় র্যাবের গুলিতে শিবির কর্মী নিহত

0
810
Print Friendly, PDF & Email

গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাবের গুলিতে মোস্তফা মঞ্জিল (৩০) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। তিনি গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিজার মাস্টারের ছেলে এবং নাপু এন্টারপ্রাইজে পেট্রোল বোমা হামলা মামলার প্রধান আসামি।
মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক দাবি করেন, ভোর ৫টার দিকে র‌্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়ির ঘর এলাকায় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় মোস্তফা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে সাতটি পেট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাপু এন্টারপ্রাইজের বাসের পেট্রল বোমা হামলায় ৮ জন নিহতের মামলার প্রধান আসামি ছিলেন মোস্তফা মঞ্জিল।

শেয়ার করুন