চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দত্তনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ কেজি রূপা জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার সময় এগুলো জব্দ করা হয়। জব্দ করা রূপার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা ৫৯ লাখ ৫০ হাজার টাকার ৩৫ কেজি রূপা রবিবার ভোরে জব্দ করে বিজিবি। এসব রূপা চুয়াডাঙ্গার দর্শনাস্থ কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।