ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-২৬১৫) সিলেট হয়ে সুনামগঞ্জ যাচ্ছিল। রাত ১১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পেট্রোলবোমাটি বিস্ফোরিত হয়ে বাসের পেছনের অংশে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বাস কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।