জেলার তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোলবোমায় ৬ জন নিহতের একদিন পর গোবিন্ধগঞ্জ উপজেলায় ফের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত দেড়টা দিকে উপজেলার মহিমাগঞ্জের ঠালাগাড়ী কিশবপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়।
মহিমাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলামেইলকে জানান, উপজেলার মহিমাগঞ্জের ঠালাগাড়ী কিশবপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ওই বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার রাত ১১টার দিকে জেলার তুলসীঘাট এলাকায় গাইবান্ধায় ঢাকাগামী একটি বাসে পেট্রোলবোমায় চালক, হেলপার ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে বাসের আরো ৩৯ যাত্রী।