পরিস্থিতি স্বাভাবিকে ‘আর এক সপ্তাহ’

0
221
Print Friendly, PDF & Email

বিরোধী জোটের অবরোধের মধ্যে পেট্রোল বোমা ও বোমাবাজির কারণে চলমান উদ্বেগময় পরিস্থিতি আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক করার আশ্বাস দিলেন ঢাকার পুলিশ প্রধান আছাদুজ্জামান মিয়া।

গত ৫ জানুয়ারি অবরোধ শুরুর পর সরকারের মন্ত্রীরা সপ্তাহ খানেকের মধ্যে স্বাভাবিক পরিস্থিতির আশা জানিয়েছিলেন। কিন্তু তারপর নাশকতায় ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

বোমাবাজি-গাড়ি পুড়িয়ে হত্যার মধ্য দিয়ে অবরোধের মাস গড়ানোর দুদিন আগে মঙ্গলবার ডিএমপি কমিশনার পরিস্থিতি স্বাভাবিকে আরও এক সপ্তাহ সময় নিলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, “রাজধানীর প্রত্যেকটি থানায় নাশকতাকারীদের অর্থ ও হুকুমদাতাদের তালিকা আছে। তাদের ধরতে অভিযান চলছে। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

কমিশনারের এই বক্তব্যের দিন ঢাকার মালিবাগে একটি এবং গুলিস্থানে একটি বাসে আগুন দেওয়া হয়। এক ঘটনায় সর্বাধিক সাতজনের আগুনে পড়ে মৃত্যুর ঘটনাটিও ঘটে ২৪ ঘণ্টার মধ্যে, অবশ্য তা কুমিল্লায় মহাসড়কে।

সোমবার ঢাকায় দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণে অন্তত দুজন আহত হন। মিরপুরে পোড়ানো হয় বিআরটিসির একটি দ্বিতল বাস।

ঢাকার পরিস্থিতি এখন ‘অনেকটাই স্বাভাবিক’ দাবি করে আছাদুজ্জামান বলেন, “যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে চড়ছে, বাস থেকে নামার সময় আগুন দিচ্ছে। তবে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা।”

আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)

আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)

রমনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আছাদুজ্জামান।  

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি চলমান পরিস্থিতিকে রাজনৈতিক সঙ্কট আখ্যায়িত করে তার রাজনৈতিক সমাধান চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটা আইনশৃঙ্খলার সঙ্কট।

অবরোধে নাশকতাকারীদের ধরতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকারের পাশাপাশি পুলিশ, র‌্যাব পুরস্কারও ঘোষণা করেছে।

ডিএমপি কমিশনার জনগণকে সঙ্গে নিয়ে নাশকতাকারীদের রুখে দেওয়ার কথা বলেন।

পুলিশের চলমান অভিযানে নিরীহ মানুষকে আটক করার অভিযোগও উঠেছে।

এই বিষয়ে আছাদুজ্জামান বলেন, “পুলিশ এই বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া আছে।”

তারপরও কোনো নিরীহ মানুষকে আটক করা হয়েছে বলে অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

শেয়ার করুন