সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গুলিতে আহত জামায়াত নেতা সাইদুর রহমানের মৃত্যু হয়েছে।
রোববার রাত দেড়টার দিক সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জামায়াত নেতা সাইদুর রহমান উল্লাপাড়া জামায়াতের রোকন ও উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের বাসেদ প্রামাণিকের ছেলে।
উল্লেখ্য, রোববার দুপুর আড়াইটার দিকে জামায়াত নেতাকর্মীরা উল্লাপাড়া উপজেলার বাকুয়ায় নাশকতার চেষ্টা করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে জামায়াত নেতা সাইদুর রহমান গুলিবিদ্ধ হন। এসময় পুলিশ তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৭টায় পুলিশ তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জামায়াত নেতার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১১টি মামলা ছিল।