আরেক জাপানির শিরশ্ছেদ: আইএস

0
121
Print Friendly, PDF & Email

উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে, যাতে তাদের হাতে বন্দী জাপানি সাংবাদিক কেনজি গোটোর ‘শিরশ্ছেদের’ কথা বলা হয়েছে। হারুনা ইউকায়া নামের আরেক জাপানির শিরশ্ছেদের খবর প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনলাইনে এই ভিডিও ছাড়া হয়েছে।

ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা গোটো (৪৭) গত অক্টোবরে সিরিয়ায় গিয়েছিলন। ইউকায়াকে ছাড়িয়ে আনার লক্ষ্যে তিনি সেখানে যান বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া আইএসের ওই ভিডিওচিত্রে দেখা যায়, কমলা রঙের গাউন পরা মুখোশধারী এক ব্যক্তি গোটোর ঘাড়ে একটি ছোরা ধরে দাঁড়িয়ে আছে।

এরপর একটি মৃতদেহের পিছনে একটি মাথা পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “এই সন্ত্রাসীদের আমি কখনোই ভুলবো না।

“এই অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে জাপান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে। জাপান কখনো সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না।”

শেয়ার করুন