সিংড়ায় আ’লীগের কেন্দ্রীয় কর্মসূচীতে উপজেলা বিএনপি সভাপতির অংশগ্রহন

0
330
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়া থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ‘দোয়া দিবস’ বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের বাদ জুম্মা সিংড়া কোর্ট মাঠে অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা অংশ গ্রহণ করেছেন। এতে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিএনপি সূত্রে জানা যায়, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এ ধরনের বিভিন্ন কর্মকান্ডে আগে থেকেই অংশগ্রহণ করায় স্থানীয় তৃর্ণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিলো কিন্তু শুক্রবার প্রকাশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি গায়েবানা জানাযায় অংশ গ্রহণ করে সিংড়া থানা বিএনপি এবং স্থানীয় আওয়ামী লীগ এক ও অভিন্ন, আমরা সবাই শান্তি প্রিয় সভাপতির এমন বক্তব্য উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পাশাপাশি ইন্টারনেটের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নিজদলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্ট্যাটাসে তোলপাড় উঠেছে। জানাযায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমূখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কথা বলার জন্য সিংড়া থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আজাদের সাথে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে এব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু জানান, আ’লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে সভাপতি আজাদ কেন্দ্রীয় বিএনপিসহ সিংড়া থানা বিএনপির ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। তিনি যে সব সময় আ’লীগের সাথে আতাত করে চলেন এটাই বড় প্রমান বলে মন্তব্য করেন।

শেয়ার করুন