বিএনপি’র ডাকা টানা অবরোধে রাজধানীর মিরপুর-১ নম্বরের প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে শাহবাগে একটি ও গুলশান সিটি করপোরেশন মার্কেটের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।