অভিযান টের পেয়ে ছাদ থেকে লাফ বিএনপিনেতার

0
393
Print Friendly, PDF & Email

বুধবার গভীর রাতে সদর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান।

জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে (৪০) পুলিশের পাহারায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এক সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সুপার জানান, অবরোধের মধ্যে প্রতিদিনের মতো বুধবার রাতেও নাশকতাবিরোধী অভিযানে বের হয় পুলিশ।

“ষোলঘর এলাকায় জুয়েলের বাসায়ও অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে জুয়েল দৌড়ে তিনতলার ছাদে উঠে লাফিয়ে পড়েন।”

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম জানিয়েছেন, জুয়েল কোমরে চোট পেয়েছেন।  

রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন