সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

0
351
Print Friendly, PDF & Email

পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া বাজার সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তাজিম উদ্দিন (২০) ও পুলিশ সদস্য মঞ্জুর আহমদসহ ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নাম পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন