বুধ-বৃহস্পতিবার রংপুর বিভাগের ৮ জেলায় হরতাল

0
205
Print Friendly, PDF & Email

মিঠাপুকুর উপজেলা আমিরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে রংপুর মহানগর জামায়াত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মহানগর জামায়াতের প্রচার ও অফিস সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতা আলামিন, তার স্ত্রী বিউটি বেগম ও জামায়াতের নারী সদস্য মৌসুমি বেগমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের কোনো সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।

শেয়ার করুন