সংসদে মেট্রোরেল বিল পাস

0
141
Print Friendly, PDF & Email

জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো ‘মেট্রোরেল বিল-২০১৫’। বিনা টিকেটে ভ্রমণ করলে ভাড়ার দশগুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ‘মেট্রোরেল বিল-২০১৫’ বিলটি সোমবার সংসদে পাস হয়। সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হন্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিলে আরো বলা হয়েছে, কেউ মেট্রোরেলের টিকেট জাল করলে তিনি ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার সম্মুখীন হবেন। এর আগে স্বতন্ত্র সদস্যরা এ বিলের একাধিক সংশোধনী প্রস্তাব আনলেও তা নাকচ হয়ে যায়।

শেয়ার করুন